পরিবেশ সংরক্ষণ আইন ১৯৯৫ (সংশোধনীসহ), পরিবেশ সংরক্ষণ বিধিমালা ১৯৯৭ (সংশোধনীসহ) এবং এতদসংক্রান্ত সরকারের প্রচলিত বিধি-বিধান /জারীকৃত প্রজ্ঞাপন/নোটিশ মোতাবেক নিম্নলিখিত পরিবেশগত সেবা প্রদান করা হয়ে থাকে:-
ক) পরিবেশগত বিভিন্ন বিষয়ে পরামর্শ প্রদান;
খ) পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র প্রদান;
গ) পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র নবায়ন;
ঘ) পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ গ্রহণত্ত বিধিমোতাবেক ব্যবস্থা গ্রহণ ।
সেবা পাবার ধাপ--
১) পরিবেশ দূষণ সংক্রান্ত অভিযোগ/ পরিবেশগত/অবস্থানগত ছাড়পত্র/নবায়নের আবেদন গ্রহণ;
২) আবেদনের প্রেক্ষিতে পত্র/নোটিশ/পরামর্শ প্রদান;
৩) প্রকল্প /অভিযুক্ত স্থান সরেজমিন পরিদর্শন;
৪) পরিবেশগত ছাড়পত্র বিষয়ক কমিটির সভায় সিদ্ধান্তের জন্য প্রেরণ;
৫) উর্ধ্বতন কর্তৃপক্ষ/সভার সিদ্ধান্ত মোতাবেক বাস্তবায়ন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস