Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

আমাদের অর্জনসমূহ

পরিবেশ ও সামাজিক বনায়ন বিষয়ক আলোচনা সভায় সচিব, পরিবেশ ও বন মন্ত্রণালয়, মহাপরিচালক, পরিবেশ অধিদপ্তর, পরিচালক (ঢাকা অঞ্চল) পরিবেশ অধিদপ্তর, ও জেলা প্রশাসক, মুন্সীগঞ্জ মহোদয় উপস্থিত ছিলেন।
পলিথিনের উপর মোবাইল কোর্ট পরিচালনা ঃ
পরিবেশ অধিদপ্তর, মুন্সীগঞ্জ-এর আওতায় জব্দকৃত পলিথিন কেটে কেটে টুকরো টুকরো করে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের মৈত্রি শিল্পের প্রতিনিধির নিকট হস্তান্তর করা হয়।
ইটভাটার উপর মোবাইল কোর্ট পরিচালনার চিত্র।
১)  মোট ছাড়পত্র প্রদান = ১২৬০টি
২)  মোট ৭৮ টি ইটভার মধ্যে ৪৯টি আধুনিক প্রযুক্তিতে  রুপান্তর।
৩)  ইটিটি  ১৯টি প্রতিষ্ঠানের মধ্যে ১৯ টি প্রতিষ্ঠাত ইটিটি স্থাপন।
৪)  পলিথিন মোবাইল কোর্ট ও জরিমানা : মোবাইল কোর্টের সংখ্যা মোট ৪০ টি এবং জরিমানার পরিমান ৩,৩৭,২০০/-টাকা।
৫)   ক্ষতিপুরণ  আদায় (২০১১ হতে জুন ২০১৮ পর্যন্ত) : ৬,৮১,০১,৪০০/- টাকা
৬) উল্লেখযোগ্য শিল্পপ্রতিষ্ঠানের ছবি : শাহ সিমেন্ট ফ্যাক্টরী, এম.আই সিমেন্ট (ক্রাউন সিমেন্ট) ফ্যাক্টরী লিঃ, আনোয়ার জুট মিল লিঃ, জেএমআই ইন্ডাস্ট্রিয়াল পার্ক, পলি কেবল ইন্ডাস্ট্রি, বসুন্ধরা পেপার মিলস লিঃ, বর্ণালী ফেব্রিকস, আকিজ ম্যাচ ফ্যাক্টরী লিঃ ইত্যাদি